মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান, ৩৫ ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে পুলিশ। আজ সন্ধ্যায় এই অভিযানে অন্তত ৩৫টি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ককটেলের পাশাপাশি বোমা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, ককটেল তৈরির তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ককটেলগুলো পরে নিষ্ক্রিয় করা হবে।

Scroll to Top