রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ক্ষমতায় এলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে। তিনি দাবি করেন, এ বিষয়ে মুসলিম বিশ্বে কোনো মতভেদ নেই।
সমাবেশে বিভিন্ন দেশের আলেমসহ বিএনপি ও ইসলামি দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বলেন, রাসুল (সা.)–এর চূড়ান্ত নবুয়ত বিশ্বাসের ভিত্তিতেই এই অবস্থান। অনুষ্ঠানে সৌদি আরব, ভারত ও পাকিস্তানের অতিথিরাও বক্তব্য দেন।
