ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম–ওলামা। সম্মেলন চলবে দুপুর ২টা পর্যন্ত।
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দেশজুড়ে আসা মুসল্লিদের ভিড় দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যানের আশপাশে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্মেলনে পাকিস্তান, ভারত, সৌদি আরব ও মিসর থেকে আগত শীর্ষ আলেমরা বক্তব্য দিচ্ছেন। দেশের বিভিন্ন ইসলামি দলের নেতারাও উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন মাওলানা আবদুল হামিদ।
