দেশে প্রথমবার স্টেডিয়ামে আলট্রা-রান, আবেদন শুরু ১৬ নভেম্বর

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টেডিয়াম আলট্রা-রান। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ আগামী ২৫–২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে দু’দিনব্যাপী আয়োজন করবে কোস্টাল আলট্রা বাংলাদেশ, অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায়।

সময়ভিত্তিক ৩৬, ২৪, ১২ ও ৬ ঘণ্টা— চার ক্যাটাগরিতে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেবেন। দৌড়বিদরা নির্দিষ্ট সময় ধরে যত দূর দৌড়াতে পারবেন, সেটাই হবে প্রতিযোগিতার মূল লক্ষ্য।

আবেদন শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টায়, সংগঠনের ওয়েবসাইটে। ইভেন্টে সহায়তায় থাকবেন ২০০ স্বেচ্ছাসেবক।

Scroll to Top