দুবাইয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে একটি আকাশচুম্বী টাওয়ার উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং খান নিজে।
উদ্বোধনী বক্তব্যে শাহরুখ জানান, তাঁর মা বেঁচে থাকলে এ সম্মান দেখে খুব খুশি হতেন। রসিকতা করে তিনি বলেন, ‘ঈদের চাঁদের মতো আমি বাইরে কম আসি, কিন্তু যখন আসি—বড় কিছু হয়।’
দানিউব গ্রুপের নির্মিত ৫৫ তলা টাওয়ারে থাকবে হেলিপ্যাড ও ভবিষ্যতের এয়ার ট্যাক্সি স্টেশন। প্রবেশমুখে রাখা হবে শাহরুখের স্বাক্ষরযুক্ত বিশেষ ভাস্কর্য। অভিনেতা এটিকে নিজের জন্য “বড় সম্মান” বলে মন্তব্য করেন।
