রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মামুন রাজসাক্ষী হিসেবে স্বীকারোক্তি দেওয়ায় তার সাজা লঘু করা হয় বলে আদালত জানায়। বিচারকরা জানান, তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং সত্য উদ্ঘাটনে সহায়তা করেছেন। তাই সর্বোচ্চ দণ্ড না দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৪৫৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ টেলিভিশন ও বৃহৎ পর্দায় সরাসরি প্রচার করা হয়।

Scroll to Top