আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্তের কাছে সাম্প্রতিক কয়েক দিনের অভিযানে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। গত সপ্তাহে ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হওয়ার পর এসব অভিযান জোরদার করা হয়।

সামরিক বাহিনী দাবি করেছে, নিহতরা পাকিস্তানি তালেবান বা সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্য এবং তারা বিদেশি সমর্থন পাচ্ছিল। খাইবারপাখতুনখোয়ার কুররাম জেলায় বুধবার ২৩ জন এবং ১৮–১৯ নভেম্বর মোহমন্দ, লাক্কি মারওয়াত ও ট্যাংক জেলায় আরও সাতজন জঙ্গি নিহত হয়।

পাকিস্তান জানায়, সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে। এদিকে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সংঘর্ষে আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, যেখানে দুই পাশে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং সীমান্ত এখনো বন্ধ রয়েছে।

Scroll to Top