শেয়ারবাজার কারসাজি, অবৈধ লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক ক্রিকেট অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তদন্তের অগ্রগতির অংশ হিসেবে আসামিদের ২৫ ও ২৬ নভেম্বর উপস্থিত হতে বলা হয়েছে। সাকিবকে ২৬ নভেম্বর সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে হবে। মামলার প্রধান আসামি সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের।
দুদকের অভিযোগ অনুযায়ী, আবুল খায়ের বাজার কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রায় ২৫৭ কোটি টাকা ক্ষতি করেছেন এবং প্রায় ৩০ কোটি টাকার অপরাধলব্ধ অর্থ গোপনে স্থানান্তরের চেষ্টা করেছেন। তার ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনও পাওয়া গেছে।
