ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের পাশাপাশি ভারতেও কম্পনটি টের পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে।
হঠাৎ কম্পন শুরু হলে রাজধানীর অনেক বাসিন্দা ঘর থেকে বের হয়ে আসেন। কেউ কেউ জানান, আসবাবপত্র কেঁপে ওঠায় তারা আতঙ্কিত হয়ে নিচে নেমে যান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে নিশ্চিত করেছে।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
