ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকালে হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত অবস্থায় ১০ জন চিকিৎসাধীন আছেন।
পুরান ঢাকার কসাইটুলিতে একটি ভবনের দেয়াল ও কার্নিশ ভেঙে ইট–পালেস্তারা নিচে পড়ে তিনজন নিহত হন। খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজন আহত হয়েছেন। বারিধারায় একটি বাড়িতে আগুন লাগে, তবে এর কারণ নিশ্চিত নয়।
স্বামীবাগ, কলাবাগান ও গজারিয়ায় ভবন হেলে পড়া ও আগুন লাগার একাধিক খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেশির ভাগ স্থানে আতঙ্ক ছাড়া বড় ধরনের ক্ষতি হয়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
