ভেনিজুয়েলার নোবেলজয়ী ও বিরোধী নেতা মারিয়া করিনা মাশাদো শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করতে দেশ ছাড়লে তাঁকে ‘পলাতক’ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার এএফপিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মাশাদো দাবি করেছেন, তিনি বর্তমানে দেশের ভেতরেই লুকিয়ে আছেন। তবে আগামী ১০ ডিসেম্বর অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি তদন্ত চলছে বলে জানান অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব।
তিনি বলেন, মাশাদোর বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদ্বেষ উসকানি এবং সন্ত্রাসবাদ–সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।
