রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ১১টি এবং পরে মোট ১৯টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পানির স্বল্পতা ও যানজটের কারণে নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।
ফায়ার সার্ভিস জানায়, নিকটবর্তী খালের পানি টেনে জেনারেটরের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চলছে। বস্তির ভেতর অনেক ঘর পুড়ে যাচ্ছে, তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় অধিকাংশ বাসিন্দা বাইরে থাকায় অনেকে ঘরে ফিরেই সম্পদ বের করার চেষ্টা করেছেন।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আশা করছে, অতিরিক্ত পানি সংগ্রহের পর আগুন নিয়ন্ত্রণে আসবে।
