শেখ হাসিনার তিন লকার থেকে উদ্ধার ৯ কেজি ৭০৭ গ্রাম স্বর্ণ

দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি ব্যাংকের তিনটি লকার খুলে ৯ কেজি ৭০৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার পূবালী ব্যাংকের মতিঝিল শাখা ও অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার লকারগুলো খোলা হয়। পূবালী ব্যাংকের লকারটি খালি পাওয়া গেলেও অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে মোট প্রায় ৯ হাজার ৭০৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার হয়, যা শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের হতে পারে বলে ধারণা করছে দুদক।

দুদক জানায়, স্বর্ণের প্রাথমিক ইনভেন্টরি তৈরির পর তা সংশ্লিষ্ট ব্যাংক ব্যবস্থাপকদের জিম্মায় রাখা হয়েছে। স্বর্ণের মূল্য নির্ধারণ, মালিকানা নিশ্চিতকরণ ও আইনগত দায়িত্ব নিরূপণের কাজ এখন চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top