আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৫১ হাজার ৫৩৩ প্রবাসী ভোটার। তাঁদের মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন পুরুষ এবং ৭ হাজার ৮৮৭ জন নারী।
দেশভিত্তিক হিসেবে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৩৩৫, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৮৮৯ এবং জাপানে ৬ হাজার ১৫৮ জন নিবন্ধন করেছেন। ইসি জানিয়েছে, ২৭ নভেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশ থেকেই প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়ায় যে কেউ যে কোনো সময় অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
ইসি জানিয়েছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনানুগ হেফাজতে থাকা ভোটার ও নিজ এলাকা ছাড়া অন্যত্র অবস্থানরত কর্মকর্তাদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংও চালু করা হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে নির্ধারিত কাগজপত্র জমা এবং সঠিক ঠিকানা প্রদানের মাধ্যমেই প্রবাসীরা ব্যালট গ্রহণ ও ভোট দিতে পারবেন।
