মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে, ওই নারীকে চেনেন না আলী রীয়াজ: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে একটি নারী সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, অধ্যাপক আলী রীয়াজ ওই নারীকে চেনেন না এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।

বার্তায় বলা হয়, ভিডিওতে প্রচারিত বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর চরিত্র হননের চেষ্টা। অধ্যাপক রীয়াজ এসব বক্তব্য বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেছেন। সরকারও বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর বিরুদ্ধের সাম্প্রতিক প্রচারণাকে প্রেস উইং দায়িত্বহীন ও ক্ষতিকর বলে আখ্যা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top