ইমরান খান সুস্থ আছেন, স্থানান্তরের গুজব ভিত্তিহীন বলে জানাল পাকিস্তান কারা কর্তৃপক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষ জানিয়েছে, খবরটি সম্পূর্ণ মিথ্যা। বুধবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইমরান খান কারাগারেই আছেন এবং সুস্থ আছেন। তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে।

ইন্টারনেটে ছড়ানো মৃত্যুর গুজবও ভিত্তিহীন বলে কর্তৃপক্ষ জানায়। এদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইমরান খান কারাগারে পাঁচ তারকা হোটেলসমমান সুবিধা পাচ্ছেন—খাবার থেকে শুরু করে টেলিভিশন, ব্যায়ামের সরঞ্জাম ও বড় বিছানা পর্যন্ত সব কিছুই দেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে কোনো রাজনীতিক এমন সুবিধা পাননি।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদসহ একাধিক মামলা চলছে। গত বছরের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পরই তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top