ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে কেউ যেন আইন নিজের হাতে না নেয়—এ আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার বরিশালের চরমোনাই ওয়াজ মাহফিলে তিনি বলেন, দেশে পুলিশ, র্যাব ও প্রশাসন রয়েছে; ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।
তিনি জানান, ধর্ম নিয়ে কটূক্তিকারীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসলাম ও ধর্মীয় বিষয়ের ব্যাখ্যার দায়িত্ব আলেম-ওলামাদের—এ মন্তব্য করে তিনি বলেন, অজ্ঞতার কারণে ভুল ব্যাখ্যা দিলে সংঘাত তৈরি হয়।
ঐক্যের আহ্বান জানিয়ে খালিদ হোসেন বলেন, আদর্শিক রাষ্ট্র গড়তে হলে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।
