হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এখনও ২৭০ জনের বেশি মানুষের খোঁজ মেলেনি বলে জানিয়েছে কর্মকর্তারা। সাতটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এলেও বাকি ভবনগুলোতে সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
তদন্তে জানা গেছে, নির্মাণ কাজে ব্যবহৃত দাহ্য উপকরণ—বিশেষ করে জাল ও প্লাস্টিক শিট—আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে। এ অভিযোগে তিন নির্মাণ কোম্পানির শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি হংকংয়ের সর্বোচ্চ মাত্রার অগ্নিকাণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঘটনাস্থলে এখনো পোড়ার গন্ধ ভাসছে। প্রধান নির্বাহী জন লি সরেজমিন পরিস্থিতি পরিদর্শন করেছেন। নিখোঁজ প্রিয়জনদের জন্য ভবনের বাইরে অপেক্ষা করছেন অনেক মানুষ। একজন বাসিন্দা কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, ১০ মিনিটের মধ্যে পুরো ফ্ল্যাট ধোঁয়ায় ঢেকে যায়—মানুষের বের হওয়ার সুযোগই ছিল না।
