ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
রাজধানীর মিরপুর, ধানমন্ডি, বসুন্ধরা, উত্তরা থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। উচ্চ ভবনে থাকা অনেকে স্পষ্ট নড়াচড়া টের পেয়ে বাইরে বের হয়ে আসেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থার তথ্য বিশ্লেষণের পর উৎপত্তিস্থল ও গভীরতা সম্পর্কে জানানো হবে।
বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছে হওয়ায় এমন হালকা কম্পন প্রায়ই অনুভূত হয় এবং এগুলো বড় ক্ষতির ঝুঁকি তৈরি করে না। নাগরিকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
