দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে থাকা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এ সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সকাল ৯টার তথ্য অনুযায়ী, নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ২০৩৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল এবং কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ছিল। সাগর উত্তাল থাকায় সতর্কতা অব্যাহত রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘দিতওয়া’, যা ইয়েমেনের প্রস্তাবিত নাম এবং সোকোত্রা দ্বীপের একটি লেগুনের নাম অনুসারে রাখা হয়েছে।
