রাজধানীর সচিবালয়ের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের ৯ ও ১০ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের বাইরের এক্সজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়নি। সতর্কতার অংশ হিসেবে ফায়ার সার্ভিস সদস্যরা হাইড্রেন্ট লাইন ব্যবহার করে আশপাশ ঠান্ডা করার কাজ করছেন।
আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের কর্মকর্তা–কর্মচারীরা নিচে নেমে আসেন। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে বড় অগ্নিকাণ্ড ঘটেছিল, যাতে চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়।
