বাংলাদেশে আমদানি বন্ধ, সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশ পেঁয়াজ আমদানি বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকেরা। সীমান্তে মজুত থাকা প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। নাসিক থেকে পরিবহনসহ কেজিতে ২২ রুপি খরচ করে আনা পেঁয়াজ এখন মাত্র ২ রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

মাহাদিপুর–সোনামসজিদ ও হিলি সীমান্তে সবচেয়ে বেশি পেঁয়াজ আটকে আছে। রপ্তানিকারকদের অভিযোগ, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে বড় আকারে মজুত করা হলেও হঠাৎ রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে পচন ঠেকাতে প্রতিদিন শ্রমিক লাগিয়ে নষ্ট পেঁয়াজ আলাদা করতে হচ্ছে।

স্থানীয় বাজারে পেঁয়াজ ২০–২২ রুপি হলেও সীমান্তে ‘পানির দরে’ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত রপ্তানি স্বাভাবিক না হলে বড় ক্ষতির মুখে পড়বেন অনেকে।

Scroll to Top