বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, প্রয়োজনে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে এবং তাঁর নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, উপযুক্ত সময়ে দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমান নিজেই নেবেন। তিনি জানান, কোনো বাধা থাকলেও তা দূর করতে সরকার সহযোগিতা করবে।
২০০৮ সালে যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে দেশে না ফেরা তারেক রহমানের ফেরার আলোচনা নতুন করে তীব্র হয় জুলাই গণ–অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় তাঁর সাজা বাতিলের পর। তবে তিনি নিজেই জানিয়েছেন, দেশে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি তাঁর একক নিয়ন্ত্রণে নেই। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, চাইলে একদিনেই ট্রাভেল পাশ দেওয়া সম্ভব।
