বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ৩১ অক্টোবরের আগে যাঁরা ভোটার হয়েছেন, তাঁরাই আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে কমিশন সিদ্ধান্ত নিলে তারেক রহমান ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পেতে পারেন।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও এ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্যতা নির্ধারিত হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। এর পরে ভোটার হলেও কেউ এ নির্বাচনে ভোট দিতে পারবেন না।
তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইসি সচিব বলেন, আইনে কমিশনের এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। কমিশন চাইলে তাঁর ভোটার নিবন্ধন থেকে নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে যেতে পারে।
