এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার, মোতায়েন দুই প্লাটুন বিজিবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। বুধবার সকাল থেকে দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। একজন প্লাটুন হাসপাতালের গেটে অবস্থান করছে, আরেকটি আশপাশে টহল দিচ্ছে বলে জানিয়েছেন বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন।

খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় কয়েক দিন ধরে এভারকেয়ারের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোমবার থেকেই পুলিশ ব্যারিকেড বসিয়েছে, যাতে ভিড় নিয়ন্ত্রণে রাখা যায়। নির্দেশনা থাকা সত্ত্বেও আজও অনেক বিএনপি নেতা–কর্মী হাসপাতালে সামনে এসে অবস্থান করেছেন। ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে তাঁরা খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন।

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর গতকাল থেকে এসএসএফ নিরাপত্তা দিচ্ছে। হাসপাতালের সামনে নেতা–কর্মীদের উপস্থিতি ও বাড়তি নিরাপত্তায় পুরো এলাকায় সতর্কতা জোরদার রয়েছে।

Scroll to Top