জাতীয় নির্বাচনে ভোটের সময় বাড়ানোর বিষয়ে ভাবছে ইসি

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের কারণে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার ইসির সভায় সময় বৃদ্ধি এবং তফসিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। কমিশন চায় আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করতে।

ইসি সূত্র জানায়, ৭–১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে এবং তফসিল থেকে ভোটের দিনের ব্যবধান দুই মাস রাখা হবে। এতে ভোট হতে পারে আগামী ৫–১২ ফেব্রুয়ারির মধ্যে। গণভোট যুক্ত হওয়ায় প্রতিটি ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হওয়ায় সময় বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে।

সাধারণত ভোট চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার তা সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। গ্রামাঞ্চলের অনেক কেন্দ্রে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকায় নতুন কেন্দ্র বাড়ানোর বদলে সময় বাড়ানোর সিদ্ধান্তে ইসি বেশি ঝুঁকছে।

Scroll to Top