আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল বাংলাদেশে কাজ শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, পেপ্যাল চালু হলে ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজে বৈদেশিক বাজারে পণ্য বিক্রি ও পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার রাজধানীতে ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে গভর্নর জানান, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে অনেক উদ্যোক্তা ও আউটসোর্সিং কর্মী বিদেশ থেকে অর্থ আনতে সমস্যায় পড়েন। পেপ্যাল এ সমস্যার সমাধান দেবে এবং দ্রুত লেনদেন সম্ভব হবে।
তিনি আরও বলেন, নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহ দেয়; তাই ধীরে ধীরে নগদ অর্থের ব্যবহার কমাতে চায় বাংলাদেশ ব্যাংক। কৃষিখাতে ঋণ ২ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন গভর্নর।
