খালেদা জিয়ার চিকিৎসায় রাতে ঢাকা আসছে আরও এক চীনা বিশেষজ্ঞ দল

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ দল আজ রাতে ঢাকায় পৌঁছাবে। বুধবার দুপুরে এ তথ্য জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিয়ে ফিরে জাহিদ হোসেন জানান, তাঁর শারীরিক অবস্থায় নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে সকালে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। চীন থেকেও একটি দল ইতোমধ্যে এসে কাজ করছে।

বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চলমান সংকটাপন্ন শারীরিক অবস্থার ওপর নজর রাখছে।

Scroll to Top