বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে বা আগামীকাল ভোরে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা হয়েছে। যাত্রায় বিদেশি দুই বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ান সঙ্গে থাকবেন। প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
গত ১২ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসের সংক্রমণ কিছুটা কমলেও হৃদ্রোগসহ অন্যান্য জটিলতা রয়ে গেছে। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা ইতোমধ্যে সশরীর এবং ভার্চ্যুয়ালি তাঁর অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
