সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এ উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা হচ্ছেন বলে দলের শীর্ষ সূত্র নিশ্চিত করেছে।
ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে তিনি লন্ডনে স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এরই মধ্যে কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত।
চিকিৎসকেরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ফুসফুস ও হৃদ্যন্ত্রের সংক্রমণসহ কিডনি জটিলতা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল ইতোমধ্যে মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছে।
