মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। ট্রাইব্যুনাল পলাতক অবস্থায় থাকা জয়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এ নির্দেশ দেয়।
একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।
প্রসিকিউশনের কৌঁসুলি গাজী এম এইচ তামিম জানান, জয় ও পলকের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে—আন্দোলনরত শিক্ষার্থীদের উসকানি, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করে তথ্য গোপন এবং অপরাধে সহায়তা করা। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ ডিসেম্বর।
