নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের ‘আমজনতার দল’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে ‘আমজনতার দল’, যার সদস্যসচিব তারেক রহমান গত মাসে নিবন্ধন না পেয়ে ইসির সামনে ১৩৪ ঘণ্টা অনশন করেছিলেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুনঃতদন্তে আমজনতার দল ও ‘জনতার দল’-এর জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। নিবন্ধনের শর্ত পূরণ করায় কমিশন দল দুটি নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আপত্তি থাকলে তা জানাতে ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রেখে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।

তারেক রহমান বলেন, তারা ‘প্রজাপতি’ প্রতীকে নিবন্ধন পাবেন। আগে নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় তিনি আমরণ অনশন শুরু করেছিলেন, যা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর ভাঙেন।

Scroll to Top