সাত দিনের নীরবতা ভেঙে রাজনৈতিক কমিটি ভেঙে দিলেন ইমরান খান

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নতুন বার্তা প্রকাশ করেছেন। এতে তিনি পিটিআইয়ের রাজনৈতিক কমিটি ভেঙে দিয়ে দলের মহাসচিব সালমান আকরাম রাজাকে নতুন, ছোট আকারের কমিটি গঠনের দায়িত্ব দেন।

সম্প্রতি ইমরানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উত্তেজনা তৈরি হয়। পরে তাঁর বোন উজমা খান আদিয়ালা কারাগারে সাক্ষাৎ করে জানান, ইমরান শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিক চাপ ও নির্যাতনের অভিযোগ করেছেন। এ সময় কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়।

নতুন বার্তায় ইমরান দলের নেতাদের ‘বিপক্ষের সঙ্গে যোগাযোগ’ থেকে বিরত থাকতে সতর্ক করেন। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির কর্মশালায় পিটিআই নেতাদের অংশগ্রহণে তিনি অসন্তোষ প্রকাশ করেন। দলের ভেতরে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে; অনেক নেতা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার অভিযোগ তুলেছেন।

Scroll to Top