হাসিনাকে ফেরাতে ভারত ইতিবাচক নয়, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হওয়ায় তাঁকে ফেরানোর অনুরোধ বাংলাদেশ জানিয়েছে। তবে ভারত বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করে দেখছে বলে জানিয়েছে, এর বাইরে কোনো অগ্রগতি নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের বিষয় এক বা সাত দিনের মধ্যে এগোয় না; বাংলাদেশ অপেক্ষা করছে ভারতের পরবর্তী অবস্থানের জন্য।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান তৌহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা একদিন পিছোতে পারে বলেও তিনি উল্লেখ করেন। আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলে আটক প্রসঙ্গে তিনি বলেন, স্টেট নয় বলে তাদের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, তবে ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Scroll to Top