ঢাকার সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন প্রবিধান চূড়ান্ত করেছে সরকার। এ অনুযায়ী এসব অটোরিকশায় জিপিএস বসানো হবে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ কিলোমিটারে সীমিত রাখা হবে। নির্ধারিত জোনের বাইরে অটোরিকশা যেতে পারবে না; গতি বা সীমানা অতিক্রম করলে ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
তিন চাকার এ স্বল্পগতির রিকশার নিবন্ধন দেবে সিটি করপোরেশন, এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি রিকশার মালিক হওয়া যাবে। বুয়েটসহ চারটি প্রতিষ্ঠান ডিজাইন নির্ধারণ করবে। চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স ও স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে দুই সিটি করপোরেশনের চারটি এলাকায় এ ব্যবস্থা চালু করে পরে ধাপে ধাপে বিস্তার করা হবে।
