বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরে ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সদ্য বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি দাবি করেছেন, হাইকোর্ট বলেছে তাঁর উদ্যোগ অসাংবিধানিক নয় এবং কোনো শক্তিই এ মসজিদ নির্মাণ ঠেকাতে পারবে না।

কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়, মোতায়েন থাকে র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতৃত্ব এই পদক্ষেপকে ধর্মীয় বিভাজন বলে সমালোচনা করেছে এবং দল সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বলে জানিয়েছে। বিজেপি ও কংগ্রেসও রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।

হুমায়ুন কবীর জানান, শুধু মসজিদ নয়, একই প্রকল্পে হাসপাতাল, মেডিকেল কলেজ, হোটেল ও পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রায় ৩০০ কোটি টাকার এই প্রকল্পে এক ব্যবসায়ী ৮০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও তিনি দাবি করেন। ২০২৬ সালের নির্বাচনের আগে বিষয়টি রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে।

Scroll to Top