ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তা, বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও বরিশাল–৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তা ও অবাঞ্ছিত ঘোষণার ঘটনা ঘটেছে। রোববার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একাংশের নেতা–কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।

সাংবাদিকদের কাছে ফুয়াদ দাবি করেন, সেতুর ঠিকাদারি কাজে স্থানীয় কিছু লোক ‘চাঁদা দাবি’ করেছেন—এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা তাঁকে ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় নেতা–কর্মীরা তাঁকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফুয়াদের বক্তব্য বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করেছে। তবে এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীদের উসকানির ফল। দলটি হামলা ও হেনস্তার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

Scroll to Top