জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো উপকূলে সোমবার সন্ধ্যায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ভূমিকম্পটি ঘটে। উৎপত্তিস্থল ছিল ৩২ মাইল গভীরে, উপকেন্দ্র হোক্কাইডোর উপকূলের বাইরে। এর আগে গত ৯ নভেম্বরও উত্তর জাপানে শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করায় দেশটি ঘন ঘন ভূমিকম্পে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।
