বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড। রোববার রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।
এর আগে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বিদেশে নেওয়ার বিষয়টি তাঁর ভবিষ্যৎ শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। মেডিকেল বোর্ড জানিয়েছে, আপাতত তাঁকে বিদেশে নেওয়া সম্ভব নয়, যদিও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার জন্য রাখা এয়ার অ্যাম্বুলেন্সটি ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করতে পারে।
