মহান বিজয় দিবসকে সামনে রেখে এবার বিশেষভাবে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে বিজয় দিবসের নানা কর্মসূচি চূড়ান্ত করা হয়। ১৬ ডিসেম্বর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে ফ্লাই পাস্ট, ব্যান্ড শো এবং প্যারাস্যুটিং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এ ছাড়া সারা দেশে বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান পরিবেশন, যাত্রাপালা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হবে। বিভিন্ন স্থাপনায় পতাকা উত্তোলন, আলোকসজ্জা ও প্রার্থনার মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
