রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা টাকা চুরি নিয়ে বাগবিতণ্ডার জেরে গৃহকর্ত্রী লায়লা আফরোজকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএম নজরুল ইসলাম তদন্তের প্রাথমিক তথ্য প্রকাশ করেন।
পুলিশ জানায়, আয়েশা আগের দিন বাসা থেকে ২ হাজার টাকা চুরি করেছিলেন। এ নিয়ে বাগবিতণ্ডার পরও তিনি পরদিন ছুরি নিয়ে বাসায় যান। প্রথমে লায়লাকে এবং পরে ইন্টারকমে খবর দিতে গেলে তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাফিসাকে ছুরিকাঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে দুজনই মারা যান।
ব্রিফিংয়ে জানানো হয়, আয়েশার বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল। ঘটনার পর তিনি কাপড় বদলে ল্যাপটপ, মোবাইলসহ কিছু জিনিস নিয়ে পালিয়ে যান এবং রক্তমাখা পোশাক নদীতে ফেলে দেন। সিসিটিভিতে মুখ ঢেকে থাকায় শনাক্তে সময় লাগলেও পোড়া দাগের সূত্র ধরে তাঁকে ঝালকাঠিতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এটি পরিকল্পিত অপরাধ ছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
