রাজশাহীতে গভীর গর্তে পড়া দুই বছরের শিশুকে উদ্ধারে এখনও চলছে তৎপরতা

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা সরু গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার দুপুরে দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট টানা ১৮ ঘণ্টার বেশি সময় ধরে উদ্ধারকাজ চালাচ্ছে। পুলিশের মতে, শিশুটি ৩০–৩৫ ফুট নিচে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

গর্তটি মাত্র ৬–৮ ইঞ্চি ব্যাসের হওয়ায় ক্যামেরা নিচে পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি। মূল গর্তের চারপাশ থেকে এক্সকাভেটর দিয়ে ৪০ ফুটের বেশি গভীর পর্যন্ত মাটি খনন চলছে। নরম মাটির কারণে ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কভাবে কাজ করছেন।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, শিশুকে জীবিত রাখার চেষ্টা হিসেবে গর্তে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ঘটনাস্থলে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে পানি–স্বল্পতায় ভুগছে এবং সেখানে গভীর নলকূপ খননে প্রশাসনিক নিষেধাজ্ঞা আছে। পরিত্যক্ত অবস্থায় থাকা সেই গর্তেই শিশুটি পড়ে যায়।

Scroll to Top