আজ তফসিল ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। বিশ্লেষকদের মতে, এবার নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন, দুই ধরনের ব্যালট ব্যবস্থাপনা ও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে গণনা শেষ করা। বেশি সময় নিলে সহিংসতা ও অস্থিরতার ঝুঁকিও বাড়তে পারে।
আরও চ্যালেঞ্জ হচ্ছে—প্রতিযোগিতামূলক ও নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরি, আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীকে কার্যকরভাবে কাজে লাগানো, রাজনৈতিক দলগুলোকে সংযত রাখা এবং ফল মেনে নেওয়ার পরিবেশ গড়া। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর বা ঘৃণাত্মক কনটেন্ট নিয়ন্ত্রণ করাও ইসির জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।
