ধনী বিদেশিদের দ্রুত মার্কিন ভিসা দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালু করেছেন নতুন ‘গোল্ড কার্ড’ অভিবাসন স্কিম। অন্তত ১০ লাখ ডলার দিতে পারলেই এই ভিসা পাওয়া যাবে, যা “নাগরিকত্বের সরাসরি পথ” হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।
সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের জন্য ‘যথেষ্ট সুবিধাজনক’ প্রমাণিত হতে হবে। স্পনসরকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ফি আরও বেশি—২০ লাখ ডলার। যাচাইয়ের আগেই আবেদনকারীদের দিতে হবে ১৫ হাজার ডলার অ-ফেরতযোগ্য প্রক্রিয়াকরণ ফি। শিগগিরই ৫০ লাখ ডলারের ‘প্লাটিনাম’ সংস্করণও আসছে, যেখানে বিশেষ কর ছাড় থাকবে।
সমালোচকেরা বলছেন, এ স্কিম ধনীদের অন্যায্য সুবিধা দেবে। ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন অভিবাসন কঠোর করেছে—ভিসার ফি বাড়ানো, আশ্রয় আবেদন স্থগিত রাখা এবং কয়েক দেশের অভিবাসন বন্ধ করাসহ নানা পদক্ষেপে। নতুন এই উদ্যোগ অভিবাসন নীতিকে আরও বিতর্কে ফেলেছে বলে মত দিচ্ছেন অনেকে।
