ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আইনজীবী জেড আই খান পান্না
মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড আই খান পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার তিনি বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে হাজির হয়ে ক্ষমা চান।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় তিনি জানান, শেখ হাসিনার আস্থাহীনতার কারণে তিনি মামলায় যুক্ত হবেন না। এরপর আদালতে অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করে তাঁকে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়।
ভিডিও বার্তায় পান্না বলেন, তিনি আনুষ্ঠানিক নিয়োগপত্র পেলে পদত্যাগের বিষয়টি জানাবেন। একই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান। এদিন বিটিআরসি আদালতকে জানায়, বিচারক ও ট্রাইব্যুনাল–সম্পর্কিত ১৮টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে অপসারণ করা হয়েছে।




