জাতীয়

১ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে রাত্রিযাপন, ১২ শর্ত মানা বাধ্যতামূলক

১ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ আবার চালু হচ্ছে। কক্সবাজার থেকে অনুমোদিত চারটি জাহাজ প্রতিদিন দুই হাজার পর্যটক নিয়ে দ্বীপে যাতায়াত করবে। এই সুযোগ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকবে।

যাত্রীদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। প্রথম দিনের জন্য তিনটি জাহাজের ১,২০০ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়েছে। জাহাজ মালিকদের সংগঠন জানিয়েছে, নিরাপদ ভ্রমণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় ১২টি নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। রাতের আলো, উচ্চ শব্দ, বারবিকিউ, সামুদ্রিক জীব সংগ্রহ, প্লাস্টিক ব্যবহার ও সৈকতে মোটরযান চলাচল নিষিদ্ধ। কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা মেনে পর্যটনশিল্প ও দ্বীপের পরিবেশ দুটিই রক্ষা করা সম্ভব হবে।

নভেম্বরে ডেঙ্গুতে ৯৯ জনের মৃত্যু, চলতি বছরের সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসেই মৃত্যু হয়েছে ৯৯ জনের, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ।

গত এক দিনে ৬৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৪ হাজার ৪০২। তাঁদের মধ্যে ৯২ হাজার ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৩৭৭ জন।

অধিদপ্তর জানায়, জুন থেকে ডেঙ্গুর প্রভাব বাড়তে শুরু করে। অক্টোবর মাসে মৃত্যু হয়েছিল ৮০ জনের, আর সেপ্টেম্বরে ৭৬ জনের। নভেম্বরে মৃত্যুহার বেড়ে যাওয়ায় সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনে ট্রাভেল পাশ দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাশ ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে আছেন তা সরকার জানে না। তবে তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ বাধা দেবে—এমনটি অস্বাভাবিক। জুলাই গণ–অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সময় লাগছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করলেও দিল্লি আনুষ্ঠানিক তথ্য দেয়নি বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা ইস্যুতে ভারত যদি তাকে ফেরত না-ও দেয়, তবুও দুই দেশের সম্পর্ক ব্যাহত হবে না।

বাংলাদেশে আমদানি বন্ধ, সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশ পেঁয়াজ আমদানি বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকেরা। সীমান্তে মজুত থাকা প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ নষ্ট হতে শুরু করেছে। নাসিক থেকে পরিবহনসহ কেজিতে ২২ রুপি খরচ করে আনা পেঁয়াজ এখন মাত্র ২ রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

মাহাদিপুর–সোনামসজিদ ও হিলি সীমান্তে সবচেয়ে বেশি পেঁয়াজ আটকে আছে। রপ্তানিকারকদের অভিযোগ, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে বড় আকারে মজুত করা হলেও হঠাৎ রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে পচন ঠেকাতে প্রতিদিন শ্রমিক লাগিয়ে নষ্ট পেঁয়াজ আলাদা করতে হচ্ছে।

স্থানীয় বাজারে পেঁয়াজ ২০–২২ রুপি হলেও সীমান্তে ‘পানির দরে’ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত রপ্তানি স্বাভাবিক না হলে বড় ক্ষতির মুখে পড়বেন অনেকে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে অবনতি হয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে খালেদা জিয়ার অবস্থায় না উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, না অবনতি। বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।

তিনি আরও জানান, চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতির কারণে বিএনপি এ বছরের বিজয় দিবসের মশাল প্রজ্জ্বলনসহ ১৫ দিনের কর্মসূচি স্থগিত করেছে। তবে পূর্বঘোষিত রোডশো কর্মসূচি অনুযায়ী চলবে। বর্তমানে খালেদা জিয়া ফুসফুস ও হৃদ্‌যন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Scroll to Top