বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার ঘোষিত হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত করা হয়েছে।
ইসি মাছউদ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা করা হবে এবং এতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে কোনো দলের প্রতীক ব্যবহার করা হবে না।
এর আগে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিনও বলেন, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ আগেই জানিয়েছিলেন, ১৫ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।





