আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষে ৪ বেসামরিকের মৃত্যু
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চামান–স্পিন বোল্ডাক এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলিতে চার বেসামরিক নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পাকিস্তানের চামানে চিকিৎসা নেওয়া তিনজনকে প্রাথমিক সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলে। তালেবান সরকারের মুখপাত্র বলেন, পাকিস্তানের ‘উসকানিহীন হামলার’ জবাব দিতে আফগান বাহিনী বাধ্য হয়েছে। বিপরীতে পাকিস্তান দাবি করেছে, প্রথমে গুলি চালায় আফগান তালেবান এবং তাদের বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। নিরাপত্তা ইস্যু, টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ ও সাম্প্রতিক হামলাগুলো পরিস্থিতিকে আরও জটিল করেছে। অক্টোবরে সংঘর্ষে ৭০ জনের বেশি নিহত হওয়ার পর যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমাধান হয়নি। সীমান্ত এখনো বন্ধ থাকলেও পাকিস্তান জানিয়েছে, ত্রাণ পরিবহনের সিদ্ধান্ত এ সংঘর্ষে প্রভাবিত হবে না।




