আসিফ আকবরের মন্তব্যে দুঃখ প্রকাশ করে বাফুফে সভাপতি তাবিথকে বিসিবির চিঠি
ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের নেতিবাচক মন্তব্যের ঘটনায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। শনিবার পাঠানো চিঠিতে সই করেছেন আমিনুল ইসলাম বুলবুল।
চিঠিতে উল্লেখ করা হয়, আসিফ ওই বক্তব্য দিয়েছেন জেলা কাউন্সিলর হিসেবে, বিসিবির পরিচালক হিসেবে নয়। তার মন্তব্য একান্তই ব্যক্তিগত এবং তা বিসিবির মতামত নয়। বিসিবি জানায়, বক্তব্যে ফুটবল অঙ্গনে আঘাত লাগলে তারা আন্তরিকভাবে দুঃখিত।
ফুটবল দেশের জনপ্রিয় খেলাগুলোর একটি উল্লেখ করে বিসিবি সভাপতি ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন।


