বলিউডের জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে ১৫ বছর পর। ভারতীয় গণমাধ্যম জানায়, পরিচালক রাজকুমার হিরানি নতুন পর্বের প্রস্তুতি চূড়ান্ত করেছেন। আগের মতোই র্যাঞ্চো চরিত্রে থাকছেন আমির খান এবং পিয়া হিসেবে ফিরছেন কারিনা কাপুর।
র্যাঞ্চোর বন্ধু রাজু ও ফারহানের ভূমিকায় আবারও দেখা যাবে শরমন যোশি ও আর মাধবনকে। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন অ্যাডভেঞ্চার শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিচালক হিরানি এ প্রকল্পে মনোযোগ দিতে দাদাসাহেব ফালকের বায়োপিক স্থগিত রেখেছেন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালেই পুরো দল নিয়ে সিক্যুয়েল মুক্তির লক্ষ্য রয়েছে।
